• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫৪ পিএম
বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলে 
রুবায়েত আলম সৈকত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে রুবায়েত আলম সৈকত। 

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের ইউপি সদস্য মৃত মো. শফিউল আলম সুরুজের ছেলে।

বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান মো. শফিউল আলম সুরুজ। বিকেল ৩টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সৈকত। 

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণ করার পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image