ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ১০ম ওয়েজবোর্ড ঘোষণাসহ টেলিভিশন সাংবাদিকদের অভিন্ন বেতন কাঠামোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা
প্রমুখ।
সমাবেশে বক্তারা ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা ও নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ি বকেয়া পরিশোধ এবং টেলিভিশন সাংবাদিকসহ সকল সাংবাদিককদের অভিন্ন বেতন কাঠামো আবাসন ব্যবস্থা ঘোষণাসহ বিভিন্ন দাবি জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: