• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এক বছরে গ্রেফতার সাড়ে ২৪ হাজার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১০ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম
গ্রেফতার সাড়ে ২৪ হাজার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

নিউজ ডেস্ক

ঢাকা মহানগরীতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। ৫০টি থানায় গত এক বছরে ১৮ হাজার ৪২০টি মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলায় প্রায় সাড়ে ২৪ হাজার (২৪ হাজার ৪০১ জন) আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন জানিয়েছেন এসব তথ্য।

পুলিশ কর্মকর্তা জানান, সাইবার অপরাধ ও জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করছে।

এই কর্মকর্তা জানান, ২০২২ সালে ডিএমপি সাইবার অপরাধ সংক্রান্ত ১৭১টি মামলায় ১১৫ জন, ৩৫টি মামলায় ৮৭ জন জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ হাজার ৩৫টি মামলায় ২১ হাজার ৯৮০ জন, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত মামলায় ৪১০ জন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুই হাজার ১০টি মামলায় এক হাজার ৭০৯ জন, ১৬৯টি চোরাচালান মামলায় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image