• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নোম্যান্সল্যান্ডে অস্ত্রধারীদের ঘোরাফেরা নতুন আতঙ্ক 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৩ এএম
নতুন আতঙ্ক 
নোম্যান্সল্যান্ডে অস্ত্রধারীদের ঘোরাফেরা

নিউজ ডেস্ক : বেশ কিছু সন্দেহভাজন সশস্ত্র তরুণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কয়েকটি পয়েন্টে নোম্যান্সল্যান্ডে অবস্থান নিয়েছে। অত্যাধুনিক অস্ত্র হাতে দিনের বিভিন্ন সময় তাদের চলাফেরা করতেও দেখা গেছে। সরকারি সূত্রগুলো তাদের পরিচয় নিশ্চিত হতে না পারলেও কথিত রোহিঙ্গা নেতা নবী হোসেনের অনুসারী বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে, নবী হোসেনের বিরুদ্ধে স্থানীয় বাঙালিদের নির্যাতনেরও অভিযোগ উঠেছে।

আরাকান আর্মির আক্রমণের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বাহিনীর কিছু অস্ত্র নবী হোসেন বাহিনীর হাতে চলে গেছে বলেও তথ্য রয়েছে।

এক সময়ের মিয়ানমারের জান্তা সরকারের ঘনিষ্ট হিসাবে পরিচিত নবী হোসেনের বিরুদ্ধে নাফ নদীতে মাছ ধরার ছোট নৌকাগুলো থেকে মাসে ১০ হাজার টাকা হিসাবে মাসোহারা আদায়ের পাশাপাশি অপহরণ চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের। তারা জানান, অগে নবী হোসেনের গ্রুপ ২০০ টাকা করে নিত, এখন সেটা বেড়ে ১০ হাজারে ঠেকেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী উখিয়ার থাইংখালী, রহমতের বিল, হোয়াক্যং, উলুবুনিয়া এবং খেরাংখালী এলাকায় শক্ত অবস্থান নিয়ে আছে নবী হোসেন এবং তার অনুসারীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image