• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১২ পিএম
তীব্র শীতে বাড়ছে
ঠান্ডাজনিত রোগ

নিউজ ডেস্ক : সারাদেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাড় কাঁপানো শীত গ্রাস করেছে উত্তরের জনপদ পঞ্চগড়ে। খড়কুটো জ্বালিয়েও ঠান্ডা কমানো যাচ্ছে না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ।

তারা বলছেন, প্রচণ্ড কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। সারারাত প্রচুর ঠান্ডা থাকে। দিনেও কুয়াশা আর ঠান্ডায় অনেক সমস্যা হচ্ছে।  

ঝিনাইদহে হিম হাওয়ার সঙ্গে বৃষ্টির ফোটার মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চালকরা বলছেন, হেডলাইট জ্বালিয়েও ঠিকমতো দেখা যাচ্ছে না। ভোরের আলো ফুটলেও সন্ধ্যার আবহ ঝালকাঠিতে। কনকনে বাতাসে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ।

শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ২০ বেডের বিপরীতে ৬৫ জন শিশু ও ১০০ বেডের বিপরীতে সাড়ে ৩০০ রোগী ভর্তি রয়েছেন। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের।

রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। মেঝেতেই থাকতে হচ্ছে। মেঝের চারদিকে নোংরা ছড়িয়ে আছে। এতে সমস্যা হচ্ছে।

হাড় কাঁপানো শীতে কাবু গাইবান্ধা ও রাজশাহীর জনজীবন। একটু উষ্ণতার আশায় মোড়ের চায়ের দোকানে ভিড় করেন অনেকে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image