
নিউজ ডেস্ক: বিভাগীয় আন্ত:কলেজ ভলিবল ফাইনাল খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ । খেলায় মহিলা কলেজের খেলোয়াররা ২৫:১১ ও ২৫: ১০ পয়েন্টে পরাজিত করে ।
এর আগে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজকে সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে উঠে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ ।
ভলিবল খেলায় উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল শামীম, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী সহ বিশিষ্টজনেরা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: