• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দিলেন সাবেক এমপি বদি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৮ পিএম
২ লক্ষ ৫০ হাজার টাকা, অনুদান, সাবেক এমপি, বদি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে টেকনাফ হোয়াইক্যংয়ে হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ গেইট হোয়াইক্যং পৌঁছলে সকাল ১১ টায় ফিটা কেটে উদ্বোধন করেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় হোয়াইক্যংয়ে হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ আলী চৌধুরী'র সভাপতিত্বে প্রধান শিক্ষক নুরুল আবছারের পরিচালনায় এ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন,হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের  প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ আলী চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

প্রধান বক্তা বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুস বাঙালি, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুনর রশিদ সিকদার, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গুড়া মিয়া, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সি. সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, হোয়াইক্যং কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম ও অভিভাবক আবু সরওয়ার।

সাবেক এমপি আব্দুর রহমান বদি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। ইংরেজীতে কথা বলতে হবে। এদেশে উঁচু করে কথা বলতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। 

তিনি আরো বলেন, এদেশের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হতে হবে। বেশি জানতে হবে। জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে। অত্র প্রতিষ্ঠানের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা দেন সাবেক এমপি বদি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image