
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
এর আগে সকাল থেকে ঢাকার বাইরের ছাত্রলীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন। তারা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করে সমাবেশস্থলে যান। তারা বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে আসেন এবং অবস্থান করেন। শুক্রবার হওয়ায় জুমার নামাজ সমাবেশস্থলেই আদায় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উদ্যানের আশপাশের এলাকায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর ও শাহবাগ দিয়ে মিছিল নিয়ে এখনও সামবেশস্থলে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশ।
ঢাকানিউজ২৪.কম / এস
আপনার মতামত লিখুন: