• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩১ পিএম
বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, কোন রাজনৈতিক দল জনগনের সম্পৃক্ততা হারালে তা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও এমন হবে।

মন্ত্রী বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারনা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগাহ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হউক বিএনপি ও জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগনের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে মন্ত্রী উপজেলার তিনলাখ পীর এলাকায় একটি পথ সভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image