নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন রহমান (৩৫) নামে এক ট্রাকের চালক নিহত হয়েছে। এ ঘটনায় অপর ট্রাক চালক সোনামিয়া (৩৩) গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া তিস্তা ব্যারেজ সড়কের তিস্তা ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত মামুন লালমনিরহাটরের পাটগ্রামের কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে ও আহত সোনামিয়া একই জেলার হাতিবান্ধা উপজেলার নিজ শেখ সুন্দর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় পাটগ্রামগামী ইটবাহী ট্রাক ও পাটগ্রাম থেকে জলঢাকাগামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক মামুন মারা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের মৃতদেহ ও আহতকে উদ্ধার করেন।
বর্তমানে আহত অপর ট্রাক চালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায় বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পরিবারের অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: