• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মরদেহ উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫১ এএম
চকবাজার
চকবাজার অগ্নিকন্ডে নিহতদের লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস, ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারের প্লাস্টিক কারখানার আগুনের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সবাই স্থানীয় বরিশাল হোটেলের কর্মচারী।এর আগে, আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণের পর কয়েকজন নিখোঁজ ছিল বলে জানা যায়। এরপর একের পর এক লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত ব্যক্তিরা সকলেই বরিশাল হোটেলের কর্মচারী। রাতে ডিউটি করে হোটেলের ওপর একটি রুমে তারা ঘুমাচ্ছিলেন।
প্রথমে ছয়টি এবং পরে আরো চারটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। ২টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

জিল্লুর রহমান আরো বলেন, যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, সেটাসহ আশপাশের কোনো ভবন নির্মাণের নিয়মনীতি মানা হয়নি। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এত দেরি হয়েছে।

দেবিদ্বারঘাটের একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস বলছে, পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। কারখানাটিতে কোনো ক্যামিকেল ছিল কি না তা তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image