নিউজ ডেস্ক : ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি টঙ্গীর তুরাগ তীরে শনিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ানের মধ্য দিয়ে শনিবার বাদ ফজর প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি হিন্দি ভাষায় বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা আব্দুল মতিন।
মাওলানা ইসমাইল বাদ জোহর, বাদ আছর মাওলানা জুহাইরুল হাছান। মাওলানা ইব্রাহিম দেওলা বাদ মাগরিব বয়ান করবেন। বাদ আছর যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: