• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মাঠ ছাড়তে নারাজ আওয়ামী লীগ, আজও রাজপথে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৭ এএম
রাজপথে, সতর্ক, আওয়ামী লীগ
আওয়ামী লীগের শা‌ন্তি সমাবেশ।

মোহাম্মদ  রুবেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের চাঙ্গা ও মাঠ দখলে রাখার জন্য রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালনের মাধ্যমে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের যে ঘোষণা দলটি দিয়েছে তা বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন সতর্ক পাহারায় ও শান্তি সমাবেশ করছে আজ। 

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখা সকালে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে শান্তি সমাবেশ করছে। এছাড়া বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

পাষপা‌শি চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের সব বিভাগীয় শহরে সতর্ক অবস্থানে, পাহারার পাশাপাশি শান্তি সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

এ‌দি‌কে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। 

একই দিন বিএনপিসহ সমমনা দলগুলোর বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি থাকায় আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগের নেতাকর্মীরা সকাল থেকেই শহরের মূল স্থানগুলোতে অবস্থান নিয়ে‌ছে। য‌দিও
দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা সংঘাতের বিষয়টিকে নাকচ করে দিয়েছেন। তবু শহরের বাসিন্দাদের ম‌ধ্যে চাপা আটঙ্ক কাজ কর‌ছে। য‌দিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িক কায়দা, জঙ্গিবাদী কায়দা ও বিশৃঙ্খলতার কঠিন জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত প্রতিদিন রাজপথে থাকবে। রাজপথ ছাড়া যাবে না। শহর থেকে গ্রাম পর্যন্ত সতর্ক পাহারায় থাকতে হবে।

অপর‌দি‌কে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করেছে এবং ক্ষমতাসীন দল বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি বানচাল করতে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ কালবেলাকে বলেন, নির্বাচন সামনে রেখে সারা দেশেই আমাদের কর্মসূচি আছে, থাকবে। আমাদের কর্মসূচি কোনো দলের পাল্টা কর্মসূচি নয়।

জানা যায়, বিএনপি খুলনা শহরের এডি ঘোষ রোডে সমাবেশ করবে। একই দিন শান্তি সমাবেশ হবে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, আমরা আমাদের মতো দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকব। শহরের পাবলিক হলে শান্তি সমাবেশ করব।

অপরদিকে, ময়মনসিংহের পলিটেকনিক মাঠে সমাবেশ করবে বিএনপি। একই দিন জিমনেশিয়াম মাঠে শান্তি সমাবেশ করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, এ শান্তি সমাবেশ তাদের কর্মসূচির পাল্টা কিছু নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কর্মসূচি পালিত হবে।

শহরে একই সময়ে দুই দলের সমাবেশে সংঘাতের শঙ্কার বিষয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বিএনপি-জামায়াত জোট যেন নৈরাজ্য করতে না পারে সেজন্য সতর্ক থাকব।

চট্টগ্রামের আন্দরকিল্লায় শান্তি সমাবেশ হবে জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, এ ধরনের কর্মসূচি তো প্রথম নয়, সংঘাত কেন হবে। আমরা আমাদের মতো কর্মসূচি পালন করব, বিএনপি তাদের কর্মসূচি পালন করবে।

এদিকে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবে, বিএনপি সোনা মসজিদ মোড়ে তাদের নির্ধারিত সমাবেশ করবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, জনসভা করেছেন, নেতাকর্মীরা এমনিতেই চাঙ্গা। তবু আমরা সতর্ক পাহারায় থাকব। বরিশাল ও কুমিল্লায় অনুরূপ কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, আমরা শহরের প্রতিটি জায়গায় পাহারায় থাকব।

ফরিদপুরে বিএনপি কমরপুর মাঠে সমাবেশ করবে। একই দিন জেলায় আওয়ামী লীগের কর্মসূচিও রয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ জানান, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে শহরের রাসেল স্কয়ারে।

 

 

 

 

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image