• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি রেকর্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম
চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি রেকর্ড
তাপমাত্রা

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় অব্যাহত তাপদাহে জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে কয়েকগুণ। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 

তীব্র গরমে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে । চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। নষ্ট হচ্ছে ধান, আম, লিচু, কলাসহ মাঠের অন্যান্য ফসল। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। কেউ আবার পান করছেন ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়।

রোদের প্রখরে ফল-ফসলের ক্ষতি হচ্ছে। আম, লিচু, ধানসহ বিভিন্ন ফল-ফসল পুড়ে যাচ্ছে। এতে লোকসানের শঙ্কা দেখা দিতে পারে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে দীর্ঘ সময় তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এ অঞ্চলের শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকদের জীবন-জীবিকাতে দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। হাসপাতালে শয্যার অভাবে এসব রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে এবং হাসপাতালের বারান্দায়।

‘এ মাসের শেষের কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান ।’  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image