• ঢাকা
  • শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি: আইইবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৫ পিএম
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি: আইইবি
আইইবি।

নিজস্ব প্রতিবেদক : 'অতি তাপমাত্রা,খরা, অকাল বন্যাসহ জলবায়ু পরিবর্তনের ফলে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ। কৃষিক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কৃষি উন্নয়নে পানি, বিদ্যুৎ এবং বায়ু অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন পানি, বায়ু এবং কৃষি এবং পয়নি:ষ্কাশন সংক্রান্ত প্রতিষ্ঠাননের সমন্বয় জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি।'

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কৃষিতে প্রভাব' শীর্ষক সেমিনারে বক্তারা এইসব কথা বলেন।

স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাংলাদেশের কৃষিতে সেরা অর্জন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সময়ে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দক্ষ ও স্মার্ট কৃষক তৈরি করতে পাতলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে সহজে। 

অস্বাভাবিক হারে কীটনাশক ব্যবহার কমিয়ে আনতে হবে৷ প্রাকৃতিক এবং জৈবসারের ব্যবহার বাড়াতে হবে৷ বৃষ্টি কমে যাচ্ছে বলে ফলন কিন্ত কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে কারণ দেশের প্রকৌশলীরা নানানভাবে উদ্ভাবন কাজে লাগাচ্ছে। 

এ সময় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশের কৃষি প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে৷ স্মার্ট ও দক্ষ কৃষি যন্ত্র-প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। সময়ের সাথে সাথে চ্যালেঞ্জ বাড়বে তাই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতাও বাড়াতে হবে।

আইইবির কৃষি কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপক করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান মিলন। মুখ্য আলোচক ছিলেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. নেপাল চন্দ্র দে, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান প্রমুখ।  

 

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image