• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দায়িত্ব ছাড়ার আগে কঠিন সিদ্ধান্ত নিতে চাই :পাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৫ পিএম
দায়িত্ব ছাড়ার আগে কঠিন সিদ্ধান্ত নিতে চাই
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম। সোমবার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বিসিবি প্রধানের বাসভবন ত্যাগ করেছেন তামিম। তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি প্রধান। দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন পাপন। এর আগে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছেন তিনি।   

এদিন বৈঠকের জন্য দুপুর ১২টায় পাপনের গুলশানের বাসভবনে এসেছিলেন তামিম। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বেড়িয়ে আসেন তামিম। এই সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা। তবে কথা না বলেই গাড়ি নিয়ে বেড়িয়ে যান তামিম। 

তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেবো।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image