• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লিবিয়ার গণকবরে মিলল ৬৫ অভিবাসীর মরদেহ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫৮ এএম
লিবিয়ার গণকবরে মিলল
৬৫ অভিবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে,  লিবিয়ার একটি গণকবরে প্রায় ৬৫ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। তবে মৃত এসব অভিবাসীরা ঠিক কোন দেশের নাগরিক তা জানা যায়নি। পাশাপাশি কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও স্পষ্ট নয়।

এক প্রতিবেদনে শুক্রবার (২২ মার্চ) বিবিসি জানিয়েছে, লিবিয়ায় অন্তত ৬৫ অভিবাসীর মৃতদেহ সম্বলিত একটি গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

অভিবাসীদের গণকবর আবিষ্কারের ঘটনায় ‘গভীরভাবে হতবাক’ হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
 
গণকবরটি দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া গেছে। ঘটনাটি লিবিয়া তদন্ত করছে বলে জানিয়েছে আইওএম। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, ‘অভিবাসীদের নিখোঁজ বা প্রাণহানির প্রতিটি খবরই এক-একটি শোকার্ত পরিবারকে প্রতিনিধিত্ব করে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image