• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিমলা উপজেলা নির্বাচনে প্রার্থীর প্রতীক বরাদ্দ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:১৭ পিএম
ডিমলা উপজেলা নির্বাচন
প্রার্থীর প্রতীক বরাদ্দ

নীলফামারী প্রতিনিধি : প্রথমধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

এতে ডিমলা উপজেলার চেয়ারম্যান পদে চারজনের মধ্যে ফেরদৌস পারভেজ (আনারস),আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া),বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (কাপ -পিরিচ) ও আব্দুর রহমান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সাতজনের মধ্যে নীরেন্দ্র নাথ রায় (টিউবওয়েল),হামিদার রহমান (চশমা), উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব), মোফাক্কারুল ইসলাম পেলব(মাইক), আবু সাঈদ (উড়োজাহাজ), স্বপন ইসলাম (টিয়া পাখি) ও সুজয় চন্দ্র রায় (তালা) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মধ্যে আয়শা সিদ্দিকা (পদ্ম ফুল),পারুল বেগম (ফুটবল) ও জাহানারা বেগম (হাঁস)প্রতীক পেয়েছেন। এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এখানে মোট ভোটার সংখ্যা-২লাখ ২৭ হাজার ৯শত ৭০ জন।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী ৮ মে সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image