• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফ্যামিলি কার্ড ছাড়াও পাওয়া যাবে টিসিবির পণ্য


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম

নিউজ ডেস্ক:  রাজধানীতে ফ্যামিলি কার্ডের বাইরে ২৫-৩০টি ট্রাকের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি হবে। আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) শুরু হবে এ কার্যক্রম।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এসব তথ্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, আগামীকাল থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি হবে। একেকজন দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে পণ্য দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে এ পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে নয় হাজার পরিবার এ সুবিধায় যুক্ত হবে।

তিনি জানান, ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। প্রাপ্যতার ভিত্তিতে চিনি বিক্রি হবে।

সব কর্মদিবসে ন্যায্যমূল্যে বিক্রি কার্যক্রম চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার বন্ধ থাকবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image