• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢামেক থেকে অর্ধশতাধিক দালাল আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম
ঢামেক থেকে অর্ধশতাধিক দালাল আটক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

মেডিকেল প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দালাল আটক করেছে। ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে সোমবার (৪ মার্চ) সকালে প্রায় ৬০ থেকে ৬৫ জন দালালকে আটক করেছে র‍্যাব-৩ এর গোয়েন্দা দল।

এ বিষয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসব দালাল চক্রকে চিহ্নিত করা হয়েছে। আমরা অল্প সংখ্যক দালালকে ধরতে পেরেছি। এ সংখ্যা আরও বেশি হবে বলে জানান তিনি। এসব দালাল সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এই দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের জিম্মি করে অপকর্ম করে আসছে। চলমান প্রক্রিয়ায় এই অভিযান। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image