• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৬ এএম
কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম

নিউজ ডেস্ক : কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, জামানত নিয়ে ঋণ নয়, কৃষিঋণে কৃষকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি যথেষ্ট। কৃষি উৎপাদন বৃদ্ধিতে অনাবাদি জমিতে চাষাবাদ করার জন্য সঠিকভাবে কৃষকদের ঋণ বিতরণে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার কৃষি মন্ত্রণালয়ে কৃষিখাতে ঋণ বিতরণের পরিমাণ বৃদ্ধি বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব বলেন, ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, মৎস্য ও কৃষি বিভাগের সমন্বয়ে তথ্য দেয়া হবে। জামানতের বিনিময়ে ঋণ প্রদান করা যাবে না। ব্যাংকগুলোকে কৃষকদের তালিকা পাঠানোর পাশাপাশি ঋণ প্রদানে মেলার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জায়গাও চাষের আওতায় আসবে।

ব্যাংকগুলো সঠিকভাবে ঋণ দিলে কৃষিখাতে সরকারের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সহজ হবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image