
নিউজ ডেস্ক: আগামী ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশসহ সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্যে সরকার পদত্যাগ না করলে ওই সমাবেশ থেকে শেষ কর্মসূচি দেওয়া হবে। শেখ হাসিনাকে পরিষ্কার বলতে চাই– অনেক রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। এরপর রোডমার্চ নেই। সমাবেশও নেই। সব কর্মসূচি হবে রাজধানী ঢাকায়। এবার রাজধানীর পতন ঘটাতে হবে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের নূর আহমদ সড়কের নেভাল মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ শেষে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে রাত ৯টার দিকে রোডমার্চ সমাবেশস্থলে এসে পৌঁছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। রোডমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
শনিবার শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দফার টানা কর্মসূচি শুরু করবে দলটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, ১৪ অক্টোবর অনশন, এক দফা দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৬ অক্টোবর যুব কনভেনশন এবং ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে টানা এই কর্মসূচি শেষ হবে।
চট্টগ্রামের সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই, অনেক মানুষকে গুম, খুন করেছেন। অনেক স্ত্রীকে স্বামীহারা করেছেন। অনেক পিতাকে পুত্রহারা করেছেন। আর নয়। রাষ্ট্রের বাহিনীগুলোকে বলতে চাই। আর গুলি করবেন না। মামলা দেবেন না। শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন। এক দফা এক দাবি– আপনি পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। সেই সরকারের অধীনে নির্বাচন হবে।
সরকার পতনের এক দফা আন্দোলনে ঘোষিত ১৫ দিনের কর্মসূচির শেষ দিনে অনুষ্ঠিত এ রোডমার্চ কুমিল্লা থেকে শুরু হয়ে ১৫৫ কিলোমিটার অতিক্রম করে চট্টগ্রাম গিয়ে শেষ হয়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: