• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

১৮ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরে যাচ্ছেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৫ পিএম
যুক্তরাষ্ট্র ‘গুজব ছড়াচ্ছে’
বেইজিং সফরে যাচ্ছেন

নিউজ ডেস্ক:  গত পাঁচ বছরের মধ্যে কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার চীন সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামী ১৮ জুন সফরে যাওয়ার কথা রয়েছে তার। খবর রয়টার্সের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি বেলুন’ ইস্যুতে তার সফর বাতিল হয়।

রয়টার্সের প্রতিবেদেনে জানা গেছে, গত বৃহস্পতিবার কিউবার সঙ্গে চীনের গোপন চুক্তি হয়েছে। ওই চুক্তির পর আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পরিকল্পনার খবর সামনে এলো।

বাইডেন প্রশাসনের ধারণা, কিউবায় প্রযুক্তি স্থাপন করে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির পরিকল্পনা করছে বেইজিং। এ বিষয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ‘গুজব ছড়াচ্ছে’।

ব্লিঙ্কেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুই দেশ। এদিকে চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী বেইজিং। যৌথভাবে দেশ দুটি সমঝোতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা। সূত্র: রয়টার্স

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image