• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গর্ভবতী গরু জবাই করে বিক্রিতে জরিমানা করলেন ইউএনও 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১৫ পিএম
গর্ভবতী গরু জবাই করে বিক্রিতে জরিমানা করলেন ইউএনও 
উপজেলা নির্বাহী অফিস কার্যালয়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য রমজান আলী হাসুর বিরুদ্ধে একটি গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। বুধবার ২০ মার্চ ইউপি সদস্য স্থানীয় গাজিরহাট নামক বাজারে এ ঘটনা ঘটায়। 

গরু জবাই ও মাংস বিক্রির জন্য তাকে সহযোগিতা করেন,ওই এলাকার রমজান আলীর ছেলে গোলাম, বদিরউদ্দিনের ছেলে মুক্তার ও মুনসুরের ছেলে রুহুল আমিন। বাচ্চাওয়ালা গারুর মাংস বিক্রি করেছে ইউপি সদস্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। ২১ মার্চ আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়ে । 

পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ওই ইউপি সদস্যকে অমিয়ভাবে পশু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যসহ ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে। 

এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারীসহ ওই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ভিকটিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image