• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে রানার আপ হল বাংলাদেশী ফুটি হ্যাগস 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৭ পিএম
ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে
রানার আপ হল বাংলাদেশী ফুটি হ্যাগস 

নিউজ ডেস্ক : ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশী ব্যাতিক্রমী ফুটবল দল ফুটি হ্যাগস টিম। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, মালেশিয়া, সিঙ্গাপুর, ওমান, নাইজেরিয়া, ইউরোপসহ ফুটবল দলের অংশগ্রহণ করেন প্রায় ৩৬ টি দেশ।

জানা যায়, ফুটি হ্যাগস টিমের সদস্যরা দীর্ঘ কয়েক বছর ধরে একসাথে ফুটবল খেলে আসছে। এই টিমের সদস্যদের গড় বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে।

ফুটি হ্যাগস টিমে রয়েছেন ৪২ বছরের ঊর্ধ্বে পরিপক্ক খেলোয়াড় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ৩২ বছর বয়সী ফারাজ করিম চৌধুরী।

এবারের ফাইনালে অল্পের জন্য ফুটি হ্যাগস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের একটি দল। তাই রানার আপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হচ্ছে ফুটি হ্যাগস টিমের সদস্যদের।

ক্রীড়া সংশ্লিষ্টদের এক মুখপ্রাত্র বলেন, "ফুটি হ্যাগস শুধুমাত্র একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগস এর যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন দিকে পরিবর্তন আনতে কাজ করছে ফুটি হ্যাগস।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image