• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চলতি মাসে ১০৮ কোটি ডলার রেমিট্যান্স এলো  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৩ পিএম
চলতি মাসে ১০৮ কোটি ডলার রেমিট্যান্স এলো  
ডলার

নিউজ ডেস্ক : ২০২৩- ২৪ অর্থবছরের আগস্ট মাসে এপর্যন্ত ১৮ দিনে দেশে ১০৮ কোটি পাঁচ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে । বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৮৩২ কোটি ৪৬ লাখ( প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) টাকা ।  

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে রোববার ( ২০ আগষ্ট) এ তথ্য জানা যায় ।  বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে পাঁচ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার ।  

দেখা গেছে, আগষ্ট মাসের ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৯ কোটি ৯০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার ।   অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ।  

২০২০- ২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার ।   ২০২২- ২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার । ২০২১- ২০২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image