নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার মারাকানায় বাংলাদেশ সময় সকালে এ দিন চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারাতে ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে আর্জেন্টিনার হয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওটামেন্ডি। এতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।
এ দিন বল দখলের লড়াইয়ে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দুই দলই ছিল সমানে সমান। গোলমুখে সমান ৮টা করে শটও মেরেছে দুদল। তাতে আর্জেন্টিনার ২ আর ব্রাজিলের ৪ শট ছিল লক্ষ্যে। যদিও কাঙ্ক্ষিত গোল পেয়েছে আর্জেন্টিনাই। ম্যাচজুড়ে ফাউল হয়েছে ৪২টি। যার ২৬টি ব্রাজিল আর ১৬টি করে আর্জেন্টিনা।
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: