• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেইনেও প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অযোগ্য
প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য

নিউজ ডেস্ক:  আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ক্রমশ বাধা বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কলোরাডো অঙ্গরাজ্যের পর এবার মেইনেও প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে 'অযোগ্য' ঘোষণা করা হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেইনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা রায় দিয়েছেন ট্রাম্প আগামী বছর প্রেসিডেন্ট পদে এই রাজ্যে নির্বাচন করতে পারবেন না।

মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস বলেছেন, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পেছনে ট্রাম্পের পদক্ষেপের কারণে তিনি নির্বাচনের জন্য অযোগ্য।

৩৪ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর কারণে ট্রাম্পকে মেইন রাজ্যের নির্বাচন থেকে অপসারণ করতে হবে-কারণ এতে বলা হয়েছে, যারা বিদ্রোহ বা দাঙ্গার সঙ্গে জড়িত, তারা এ পদে নিষিদ্ধ।

এদিকে এমন রায়ের পর ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন থেকে বলা হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করবে।

আমেরিকান সংবিধানের ১৪তম সংশোধনী গৃহীত হয়েছিল দেশটির গৃহযুদ্ধের পর। মূলত তখন আগের সরকারের বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে এই সংশোধনীটি নেওয়া হয়েছিল।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image