• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২০০ কোটি টাকার তেল কিনবে সরকার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম
সয়াবিন তেল, কিনবে, সরকার
ভোজ্য তেল

নিউজ ডেস্ক

ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২০০ কোটি ২০ লাখ টাকার সয়াবিন তেন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকা ব্যয়ে পাওয়া যাবে এক কোটি ১০ লাখ লিটার তেল। সে হিসেবে প্রতি লিটার সয়াবিন তেল সরকার ১৮২ টাকা দরে কিনছে।

বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার বিষয় চূড়ান্ত হয়। সেখানে খরচ হয় ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা। অর্থাৎ প্রতি লিটারের দাম পড়েছিল ১৮৪ টাকা ৫০ পয়সা। সে হিসেবে এবার লিটার প্রতি আড়াই টাকা কমে সয়াবিন তেল কিনছে সরকার।

তবে ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। সেক্ষেত্রে ক্রেতাকে লিটার প্রতি গুনতে হচ্ছে ১১০ টাকা। অর্থাৎ লিটার প্রতি সরকারের ভর্তুকি ৭২ টাকা।মন্ত্রিসভায় ক্রয় অনুমোদন পাওয়া এক কোটি ১০ লাখ লিটার তেলে সরকারকে ভর্তুকি দিতে হবে ৭৯ কোটি ২০ লাখ টাকা।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image