• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম
তিন দিনের সফরে ঢাকায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক: তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার, ইউএসএআইডির সহকারী প্রশাসক ব্যুরো ফর এশিয়ার মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার

শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটিকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস প্রতিনিধি দলটিকূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতিতে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ারউপায় নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সফরে তরুণ কর্মী সুশীল সমাজের নেতা, শ্রমিক সংগঠক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম তৈরিতে নিয়োজিতদের সঙ্গেও বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা

পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ গত বৃহস্পতিবার বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর সম্প্রসারিত হবেমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছেন, তা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ

 

 

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image