• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিজ্ঞানাগারের ম্যাসল্যাব আয়োজনে প্রোগ্রামিংয়ে নিবন্ধন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৭ পিএম
বিজ্ঞানাগারের (ম্যাসল্যাব) আয়োজনে
প্রোগ্রামিংয়ে নিবন্ধন 

নিউজ ডেস্ক : প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং, রোবটিক্স এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর আরো বেশি দক্ষ করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কোর্সের নিবন্ধন চলছে। মাকসুদুল আলম বিজ্ঞানাগারের (ম্যাসল্যাব) আয়োজনে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), স্ক্র্যাচ বাংলাদেশ, ইটি টেক লিমিটেড, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর সহযোগিতায় এ সকল কোর্স পরিচালনা করা হবে।
 
দেশের সকল স্কুলের সব পরীক্ষা এ মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই স্কুল ছুটির সময়টা প্রোগ্রামিং, রোবটিক্স আর বিজ্ঞান শেখার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ের উপর দক্ষ করার উদ্দেশ্য নিয়েই এ সকল আয়োজন করা হচ্ছে। স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং এর হাতেখড়ি, পাইথন প্রোগ্রামিং এর হাতেখড়ি, সি প্রোগামিং এ হাতেখড়ি, বিল্ড ইউর ওন ওয়েবসাইট, আরডুইনো দিয়ে স্কুল অব রোবটিকস এবং খেলতে খেলতে বিজ্ঞান – নামে এ কোর্সগুলো পরিচালিত হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image