• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

 মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৫ পিএম
 মঠবাড়িয়ায়
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৩ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে দুদক সজেকা, পিরোজপুর ও মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ এই শ্লোগানকে ধারন করে পৌরসভার সন্মূখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও নাগরিক সমাজ,গুনীজন,শিক্ষক,গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল আলম খোকার সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিবু সওজাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফেরদৌস ইসলাম প্রিন্স,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রবীণ শিক্ষক আব্দুল লতিফ সিকদার,সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান,ডাক দিয়ে যাই এনজিও'র এরিয়া ম্যানেজার শাহ আলম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বাচ্চু,নারী উদ্যোক্তা ইসরাত জাহান মমতাজ প্রমুখ।এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image