• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চট্টগ্রাম শিল্পকলায় বীজন নাট্য সন্মাননা প্রদান অনুষ্ঠান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩০ পিএম
বীজন নাট্য সন্মাননা প্রদান অনুষ্ঠান
বীজন নাট্য সন্মাননা

নিউজ ডেস্ক : বীজন নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বীজন নাট্য সন্মাননা ২০২২ প্রদান অনুষ্ঠান আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হবে। এবারের বীজন নাট্য সম্মাননা পাচ্ছেন ‘বিশ্বজুড়ে সেলুন পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম। ‘বিশ্বজুড়ে সেলুন পাঠাগার’ এর কাযক্রম ও সিআরবি রক্ষার আন্দোলনে কবির গ্রন্থ ‘বৃক্ষ সোনা’ বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী। এতে প্রধান অতিথি থাকবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার। প্রধান আলোচক থাকবেন জর্জ কোর্ট চট্টগ্রামের পিপি এডভোকেট উত্তম কুমার দত্ত। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। সভাপতিত্ব করবেন বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল। উপস্থাপনায় থাকবেন দিলরুবা খানম ছুটি।

সব শেষে আহমেদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশের নিদের্শনায় নাটক ‘সোলাইমান বাদশার প্রার্থনা’ পরিবেশন করবে বীজন নাট্য গোষ্ঠী। এতে অভিনয় করবে, জয়নাল আবেদিন, সায়েম উদ্দিন, আব্দুল মান্নান, সৌরভ পাল, বিনা দাশ গুপ্ত প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image