• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইজাজ আহমেদ বাংলাদেশের কোচ হয়ে আসছেন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম
বাংলাদেশের কোচ হয়ে আসছেন 
পাকিস্তানের স্বর্ণযুগের ক্রিকেটার ইজাজ আহমেদ

নিউজ ডেস্ক : পাকিস্তানের স্বর্ণযুগের ক্রিকেটারদের একজন ইজাজ আহমেদ। বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক এ ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে স্টুয়ার্ট লর জায়গায় নেওয়া হতে পারে তাঁকে। 

বিসিবি সূত্র জানায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হওয়ার দৌড়ে ইজাজের সঙ্গে ওয়াসিম জাফর আর নাভিদ নেওয়াজের নামও ছিল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ নাভিদ বর্তমানে শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের পর নাভিদকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে রেখে দেওয়া হলেও ২০২২ সালের বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পায়নি। নাভিদকে নতুন করে যুবাদের প্রধান কোচ করার পরিকল্পনা নেই বলে জানা গেছে।

দুই মেয়াদে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ওয়াসিম জাফরকেও প্রধান কোচ হিসেবে বিসিবির পছন্দ না। যোগ্যতা, দক্ষতা বিচারে ইজাজ আজমেদকেই প্রথম পছন্দ বোর্ড কর্মকর্তাদের। 

পাকিস্তানের সাবেক এ ব্যাটার খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন। পাকিস্তান জাতীয় দলেও কাজ করছেন। আশি ও নব্বই দশকের দেশটির তারকা এ ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় যোগ্যতার বিচারে। ইজাজ ২০১১ সালে পাকিস্তান জাতীয় দলের ফিল্ডিং কোচের পাশাপাশি ব্যাটিং পরামর্শক ছিলেন জিম্বাবুয়ে সিরিজে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image