• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
ভারতের বিপক্ষে
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক : শনিবার (৮ অক্টোবর) এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে দুপুর দেড়টায়।

ভারতের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শামিমা সুলতানার জায়গায় ফেরানো হয়েছে লতা মণ্ডলকে। অন্যদিকে,  ভারতের নিয়মিত অধিনায়ক হারমনপ্রীত কৌর আজ খেলছেন না। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন স্মৃতি মান্দানা। 

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফল্যের অনুপ্রেরণা সঙ্গী করে এবারের আসরের শুরুটাও দারুণ হয় লাল-সবুজের প্রতিনিধিদের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে বড় জয় তুলে নেয় জ্যোতি বাহিনী। এরপর পাকিস্তানের কাছে হারলেও, দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা।

২০১৮ এশিয়া কাপের রাউন্ড রবিন লিগের পর ফাইনালেও ভারতকে হারিয়ে ট্রফি জিতে নেয় টাইগ্রেসরা। অবশ্য ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের আক্ষেপে পুড়তে হয় বাংলাদেশকে। বছর দুয়েক পর আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে খেলা তাই নির্ভার জ্যোতি-জাহানারা-সালমারা। টিম হিসেবে খেলে জয়ের প্রত্যয় স্বাগতিকদের।

সেমিফাইনালে পা রাখতে এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের কাছে। অন্যদিকে, ভারতের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে গেছে ভারত। তবে এখনো শীর্ষেই আছে তারা। আজকের ম্যাচে জিতলেই সেমিফাইনালের পথে আরেকধাপ এগিয়ে যাবে তারা।

পরিসংখ্যান বলছে, দু'দলের ১২ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র দুটি। তারপরও ভারতের বিপক্ষে ১২ ম্যাচে সর্বোচ্চ ১৫৫ রান করা সালমা খাতুনের সেই সঙ্গে আছে ১১ উইকেট। তাইতো পরিসংখ্যানের দিকে না তাকিয়ে মাঠের লড়াইয়ে মনোযোগী হতে চায় টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, রিতু মনি, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা ও সানজিদা আক্তার।

ভারত একাদশ
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বার্মা, মেঘানা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, কিরণ নভগিরে, পূজা ভাস্কর, দিপ্তী শর্মা, স্নেহ রানা, রেনুকা সিং ও রাজেশ্বরি গায়কোয়াদ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image