• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উত্তপ্ত ভোটের মাঠ, বাড়ছে সহিংসতা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৩ এএম
বাগ্বিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়
সংঘর্ষ, হামলা, পোস্টার ছেঁড়া

নিউজ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, পোস্টার ছেঁড়া, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বেশির ভাগ অভিযুক্ত আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। মঙ্গলবার রাত ও বুধবারও এ ধরনের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের নেতাকর্মীরা। এসব ঘটনায় হামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার এ ঘটনায় উভয় প্রার্থীর ৯ কর্মী আহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী কর্মীদের নিয়ে পথসভা করছিলেন। এ সময় একই এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী তাঁর কর্মীদের সঙ্গে মিছিল নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন। উস্কানিমূলক কথা বলার জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি মামলা করবে বলে জানিয়েছে।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাবেক বিজিবি প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন আজাদের উঠান বৈঠকে নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমির মৃধা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় নৌকার প্রার্থী এস এম শাহাজাদার চাচাতো ভাই সুমন সরদারসহ সাতজনের নামে মামলা হয়েছে। হামলায় জড়িত অভিযোগে মোশারেফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image