
নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরিভাবে শুক্রবার জাতীয় নিরাপত্তার জন্য ১০৬ বিলিয়ন ডলার প্যাকেজের প্রস্তাব রেখেছেন । এর মধ্যে অধিকাংশ অর্থ ইউক্রেন এবং ইসরায়েলের সামরিক সহায়তায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি । কিন্তু মার্কিন কংগ্রেসে এর বিরোধীতা করেছে রিপাবলিকানরা । যার মানে এখনি এই প্রস্তাব পাস হচ্ছে না । খবর এএফপির ।
প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাট বাইডেন বলেছিলেন, জাতিয় নিরাপত্তা প্যাকেজের মোট ১০৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার রয়েছে । এর মধ্যে সামরিক সহায়তা হিসেবে ৬১ বিলিয়ন পাবে ইউক্রেন এবং ১৬ বিলিয়ন পাবে ইসরায়েল । এই আগামী প্রজন্মের জন্য মার্কিন স্বার্থকে সুরক্ষিত করবে । ’
কিন্তু বাইডেনের এই প্রস্তাব এমন এক সময়ে উপস্থাপন করা হয়েছে যখন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস বিশৃঙ্খলার মধ্যে রয়ে গেছে । রিপাবলিকানরা কংগ্রেসে এখনও সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে । তারা এখন পর্যন্ত তাদের স্পিকার নির্বাচন করতে পারেনি ।
হোয়াইট হাউস অফিস অব ম্যানেজমেন্ট এবং বাজেট ডিরেক্টর শালান্দা ইয়ং কংগ্রেসে একটি চিঠিতে বলেছেন, ‘ বিশ্ব দেখছে, আমেরিকান জনগণ ঠিকই আশা করে যে তাদের নেতারা একত্রিত হবেন এবং এই অগ্রাধিকারগুলো বাস্তবায়ন করবেন । আমি কংগ্রেসকে আগামী সপ্তাহগুলোতে একটি বিস্তৃত, দ্বিদলীয় চুক্তির অংশ হিসেবে তাদের সম্বোধন করার আহ্বান জানাই ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: