• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

একটাই লক্ষ্য, একজন মানুষও ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম
একজন মানুষও ভূমিহীন থাকবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটাই লক্ষ্য, একজন মানুষও ভূমিহীন ও অবহেলিত থাকবে না।দেশের মানুষের ভাগ্য গড়তে বর্তমান সরকার কাজ করছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে ২২ হাজার ১০১ পরিবারকে ঘর বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষকে উন্নত জীবন দেয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। এ দেশের মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাওয়াই জীবনের বড় পাওয়া।

এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ২২ হাজার ১০১ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাসি ফুটবে কমপক্ষে ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে।

বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে দেশের সব উপজেলায়। এতে প্রায় ২৪ হাজার একর জমি ব্যবহৃত হয়েছে ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image