
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকেই বরিশালের সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং হামুনের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। সকাল আটটা থেকে নৌ-যান চলাচল শুরু হয়।
মঙ্গলবার হামুনের প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: