• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফরিদপুর–৪ আসনে আবারও মুখোমুখি জাফর উল্যাহ ও নিক্সন চৌধুরী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম
কাজী জাফর উল্যাহকেই মনোনয়ন দেয় আওয়ামী লীগ
জাফর উল্যাহ ও নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আবারও মুখোমুখি হয়েছেন সারা বছর বাগ্‌যুদ্ধে সরব থাকা কাজী জাফর উল্যাহ ও মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। এর মধ্যে প্রথমজন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে তাঁরা তৃতীয়বারের মতো নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজী জাফর উল্যাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। আর মজিবুর রহমান ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরে মজিবুর রহমান যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ব্যাপক তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু পরপর দুইবার পরাজিত হওয়ার পরও শেষ পর্যন্ত কাজী জাফর উল্যাহকেই মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image