
মো. রাসেল ইসলাম,বেনাপোল, যশোর, প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম: সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী এস,এম মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: