• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চালকল মালিকদের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের বৈঠক 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
চালকল মালিকদের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের বৈঠক 
চাল

নিউজ ডেস্ক : চালকল মালিকদের সঙ্গে বৈঠকে বসছে খাদ্য মন্ত্রণালয় আজ। আগামীকাল বিভাগীয় কমিশনারদের সঙ্গে এবং আগামী সপ্তাহে কর্পোরেট ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক হবে। 

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন গণমাধ্যমে বলেন, চালের দাম বাড়ার কারণ অনুসন্ধান করছি। বুধবার (১৭ জানুয়ারি) চালকল মালিকদের সঙ্গে বৈঠক করব।

খাদ্য সচিব বলেন, চাল কেউ অবৈধভাবে মজুত করছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সচিব বলেন, নতুন আইনে অবৈধ মজুতদারদের শাস্তি দেওয়া যাচ্ছে না।

আইনের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলেই বিধিমালা জারি করা হবে। তারপরও বিদ্যমান আইনে কঠোর শাস্তি প্রদানের সুযোগ রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image