নিউজ ডেস্ক: ১লা জানুয়ারী ২০২৪ আনন্দ উল্লাস করে রুফাইদা কলেজ অব নার্সিং এর শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ে ইংরেজী নুতন বর্ষ-২০২৪ উদযাপন করা হয়েছে।
ঐতিহ্যবাহী নববর্ষ অনুষ্ঠানটি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ড: মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী , শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের মাধ্যমে কেক কাটা ও মিষ্টান্ন বিতরনের মধ্যে দিয়ে শুভ সুচনা করা হয়। ২০২৪ সালটি বাঙ্গালীর তথা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর।
অতঃপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। নববর্ষ সমগ্র জাতির জন্য বয়ে আনুক বাসযোগ্য ধরনী,বৈষম্যহীন, বিদ্বেষহীন সমাজ, ভোগ বিলাসহীন জীবনাচরন, স্বার্থপরতাহীন এক যুদ্ধমুক্ত মনোমুগ্ধকর ও মনোরম বিশ্ব।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: