• ঢাকা
  • রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত গাজীপুরে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৫ এএম
তুরাগ কমিউটার
ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক : ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের চাকা ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়েছে গাজীপুরে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি করপোরেশন এলাকায় ধীরাশ্রম স্টেশনে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ধীরাশ্রম স্টেশনে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের চাকা ভেঙে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম ছিল। এরপরই ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেন ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, দুঘটনার পর লাইনচ্যুত বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে ফেলা হবে। তবে এতে ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিতি হয়নি। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান ওই স্টেশন মাস্টার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image