• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রেললাইনে পড়ল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৯ এএম
রেললাইনে পড়ল
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন

নিউজ ডেস্ক : ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় সকালে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ।

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেনটি সরিয়ে নেয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও ফেরদৌস আহমেদ বিশ্বাস নিশ্চিত করেন । 

গত বছরের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছিল। ওইসময় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image