• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রেকর্ড ভেঙ্গে পাগলা মসজিদের দানবাক্সে ৭ কোটি ৭৮ লক্ষ ৬৭ হাজার ৫৩৭ টাকা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৭ এএম
পাগলা মসজিদের দানবাক্সে
রেকর্ড ভেঙ্গে ৭ কোটি ৭৮ লক্ষ ৬৭ হাজার ৫৩৭ টাকা

কিশোরগঞ্জ : শনিবার (২০ এপ্রিল) ৩ মাস ২০ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এবার পাওয়া গিয়েছে ৭ কোটি ৭৮ লক্ষ ৬৭ হাজার ৫৩৭ টাকা।

টানা ১৯ ঘন্টাব্যাপী দুই শতাধিক লোকের ২৭ বস্তা টাকা গণনা শেষে পাওয়া যায় এই টাকা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ শনিবার রাত ২ টায় এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রতি ৩ মাস পরপর পাগলা মসজিদের ০৯টি দানবাক্স খোলা হয়। এবার চারমাস পর খোলা হলে ২৭ বস্তা টাকা পাওয়া যায়।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর তিন মাস ২০দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২৩টি বস্তায় তখন রেকর্ড ৬ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার ৪২৩ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিলো।

টাকা গণনা কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছেন।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সগুলো খুলে দানের টাকা ২৭টি বস্তায় ভরে আনা হয় গণনার জন্য। রাত ২টা পর্যন্ত চলে গণনার কাজ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image