বরিশাল প্রতিনিধি: ঘূর্নিঝড় মিধিলী শেষ হওয়ার ১৫ দিন পার হলেও সড়কের ওপর পরে যাওয়া গাছ সরাতে কর্তৃপক্ষের উদাসীনতা। ফলে যানবাহন চলাচলে বিঘ্নতা ঘটছে। গাছের সাথে যানবাহনের ধাক্কা লেগে যেকোন মূহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
সরেজমিনে , বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে বঙ্গবন্ধু সড়কে গেলে দেখা যায় ঘূর্ণিঝড় মিধিলীর আঘাতে পড়ে যাওয়া একটি গাছ রাস্তার ওপর।
বিক্রম চন্দ্র দাস নামে এক যুবকের বলেন, গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধলীর আঘাতে সড়কের পাশে পৌর কর্তৃপক্ষের লাগানো গাছের বাগানের এই গাছটি পড়ে যায়। তখন আশপাশের তিনটি ওয়ার্ডের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে স্হানীয় লোকজন গাছের ডালপালা কেটে মোটামুটি চলাচলের ব্যবস্হা করে দেয়। তবে এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ মূল গাছটি সরিয়ে না নেওয়ায় জরুরি প্রয়োজনীয় কোন যানবাহন, রোগী বহনকারী এম্বুলেন্স, পন্যবাহী গাড়ি চলাচল করতে পারছে না।
তাছাড়া যাত্রী বাহী যানবাহনের সাথে গাছটি র ধাক্কা লেগে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। এ বিষয়ে বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়ার হলে তারা জানান, শ্রীঘই ঘূর্ণিঝড় মিধিলীর আঘাতে পড়ে যাওয়া গাছটি সরিয়ে নেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: