• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪০ পিএম
ইউক্রেন, হেলিকপ্টার, বিধ্বস্ত
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত

আর্ন্তজা‌তিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্বাঞ্চলের একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্তের  ঘটরায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত ও ২২ জন আহত হ‌য়ে‌ছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে বুধবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ১৬ জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।

জানা গেছে, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে একটি স্কুল রয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে দেশটির ঊধ্বর্তন কর্মকর্তা ও দুজন শিশু রয়েছে।

দেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, জরুরি পরিষেবা সংস্থার হেলিকপ্টারটি ব্রোভারিতে শিশুদের একটি স্কুল ও আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০টি শিশু।

এদিকে দুর্ঘটনার সময় ওই স্কুলটিতে শিক্ষার্থী ও কর্মকর্তারা ছিলেন। পরবর্তীতে তাদেরকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত ও ২২ জন আহত

আরো পড়ুন

banner image
banner image