• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই দোকানিকে জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৪ পিএম
জামালপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান
দুই দোকানিকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে একটি ফার্মেসি ও একটি মুদি দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৬ মার্চ) বিকেলে শহরের বানিয়াবাজার ও স্টেশনবাজারে এই অভিযান পরিচালিত হয়।

জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে বানিয়াবাজারের একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি, মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image