• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলন ৯-১১ মার্চ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৯ পিএম
মতবিরোধ ও নেতৃত্ব নিয়ে বিরোধ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

নিউজ ডেস্ক:   বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন আগামী ৯-১১ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্র ইউনিয়নের ৫ম জাতীয় পরিষদ সভায় এ ঘোষণা করা হয়। রোববার সংগঠনের দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সভায় ‘পাঠ্যপুস্তকে ভুল, করোনা পরবর্তী শিক্ষার সংকট, জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা হয়। এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীলসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ নভেম্বর ৪০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সম্মেলনের প্রক্রিয়া নিয়ে মতবিরোধ ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে নজির আমিন চৌধুরী জয় ও রাগীব নাঈমের নেতৃত্বে তখন থেকেই সংগঠনের একটি অংশ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে। এ অংশ ‘বিদ্রোহী অংশ’ হিসেবে পরিচিতি পায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখায়ও বিভক্তি ঘটেছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image